রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর হড়গ্রাম এলাকার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এরমধ্যে নান্টু মিয়া এই হত্যাকাণ্ডের মূলহোতা। খোকন মিয়া এই মামলার তিন নম্বর আসামি। তাদের শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া থেকে গ্রেফতার করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেফতার আসামিরা ঘটনার পরে কোনো আত্মীয়স্বজনের বাসায় না গিয়ে গোপনে ভ্যানযোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। এরপরে ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেন।
Advertisement
তিনি আরও বলেন, গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
Advertisement
সাখাওয়াত হোসেন/এমএন/এমএস