রাজনীতি

মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়া পূর্ণ বিশ্রামে

মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়া পূর্ণ বিশ্রামে

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন। বুধবার (৭ মে) দিনগত রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Advertisement

শায়রুল বলেন, গতকাল (মঙ্গলবার) চেয়ারপারসন দীর্ঘসময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী এখন তিনি বিশ্রামে।

আরও পড়ুন

হেঁটে ফিরোজায় ঢোকেন খালেদা জিয়া, আবেগপ্রবণ নেতাকর্মীরা জিয়ার বাবুর্চির হাতে খালেদা-দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না লাখো কর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Advertisement

সেখান থেকে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। তার সঙ্গে পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে এসেছেন।

কেএইচ/ইএ