জাতীয়

হাসপাতালে ভাঙচুর-আগুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

হাসপাতালে ভাঙচুর-আগুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ডা. সুমিত সাহা। তিনি স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পিজি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ছাত্র জনতার ওপর হামলা হয়। এই ঘটনায় হওয়া মামলায় ডা. সুমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পিজি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

গত বছরের ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলার পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়‌।

Advertisement

টিটি/এএমএ/এমএস