টাঙ্গাইলে চিকিৎসার অবহেলায় আব্দুল হালিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রোগীর স্ত্রী চিকিৎসক ও আদর্শ ক্লিনিক অ্যান্ড হসপিটালের মালিকের নামে মালা করেন। ঘটনার থেকে চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা পলাতক।
Advertisement
আব্দুল হালিম টাঙ্গাইল সদর উপজেলার দেলদুয়ার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ঈদের দিন আব্দুল হালিম সড়ক দুর্ঘটনায় আহত হন। তার পায়ের উপরের অংশে ভেঙে যায়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার হাই পেশার থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করতে পারেনি। বুধবার স্বজনরা তাকে আদর্শ ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভর্তি করায়। ভর্তির সময় অপারেশনের জন্য আমাদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে আমরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুই ঘণ্টা পর জানানো হয় আব্দুল হালিমের মৃত্যু হয়।
এদিকে রোগীর মৃত্যুর পর রাতে জেলা ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ দফারফা করার জন্য বসেন। কিন্ত দীর্ঘ বৈঠকের পরেও কোনো সমাধান হয়নি।
Advertisement
আব্দুল হালিমের নাতি সাদিয়া জাগো নিউজেকে বলেন, এমন মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জাগো নিউজকে বলেন, ওটিতে নেওয়া পর্যন্ত রোগীর সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক জাগো নিউজকে বলেন, ওই ক্লিনিকের বৈধ লাইসেন্স নেই। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
Advertisement
আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জিকেএস