তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করার সহজ উপায়

হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করার সহজ উপায়

সারাক্ষণই হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। ফাইল, ছবি-ভিডিও আদান-প্রদান করছেন। অসংখ্য ছবি-ভিডিও দিয়ে ভরে যাচ্ছে ফোনের স্টোরেজ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য এবং বার্তা আদানপ্রদান আরও সহজতর করার জন্য একাধিক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ।

Advertisement

এর মধ্যে অন্যতম হলো ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন-ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিতভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এই সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না।

অর্থাৎ অটো সেভড হবে না। সেটা সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। >> প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।>> উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে। >> ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে।>> এবার চ্যাটসে যেতে হবে।>> মিডিয়া ভিসিবিলিটি অপশন স্যুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত।

Advertisement

আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের উপর কোনো রকম প্রভাব ফেলবে না।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Advertisement