দেশজুড়ে

আইভীকে গ্রেফতারে পুলিশের অভিযান, এলাকাবাসীর বিক্ষোভ

আইভীকে গ্রেফতারে পুলিশের অভিযান, এলাকাবাসীর বিক্ষোভ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ির আশপাশে পুলিশে সদস্যরা অবস্থান নেন।

এদিকে আইভীকে গ্রেফতারে অভিযানের খবর পেয়ে তার সমর্থক থেকে শুরু করে এলাকাবাসী বাড়ির সামনে অবস্থান নেন। আইভীকে যেন গেফতার করতে না পারে সেই দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। তাকে গ্রেফতারের উদ্দেশ্যেই পুলিশ বাসায় অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/ইএ