আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে অবস্থান কর্মসূচি। স্লোগানে স্লোগানে দাবি উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের।
Advertisement
অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের একত্রিত হয়ে চলা কর্মসূচিতে যোগ দিতে মধ্যরাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
Advertisement
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।’
এএএইচ/ইএ