আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ এপ্রিল ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

তালেবানকে দেওয়া ‘সন্ত্রাসী’ তকমা উঠিয়ে নিলো রাশিয়া

আফগানিস্তানের তালেবানের ওপর দেওয়া সন্ত্রাসী তকমা অবশেষে উঠিয়ে নিয়েছে রাশিয়া। গত দুই দশকেরও বেশি সময় ধরে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত

শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এরপর বাংলাদেশ ভারত থেকে স্থল পথে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ওয়াকফ বোর্ডে আপাতত কোনো নিয়োগ বা পরিবর্তন নয়

ওয়াকফ বোর্ডে আপাতত কোনো নিয়োগ বা পরিবর্তন করা হবে না বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে সরকার পক্ষ। ওয়াকফ-সংশধোনী আইনের বিরুদ্ধে করা মামলার শুনানির পর এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলের বিরুদ্ধে ১৩০ শিক্ষার্থীর মামলা

যুক্তরাষ্ট্রজুড়ে ১৩০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবৈধভাবে তাদের ভিসা বাতিলের অভিযোগ এনে একটি ফেডারেল মামলায় যোগ দিয়েছেন। আদালতের নথি থেকে এই তথ্য জানা গেছে।

অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে কে এগিয়ে, যুক্তরাষ্ট্র নাকি চীন?

বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে ফের আলোচনায় বিশ্বের দুই ক্ষমতাধর দেশ চীন ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে দেশ দুটি একে অপরকে নানাভাবে হুমকি দিচ্ছে। যার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে।

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশসহ সাতটি দেশের নাম যুক্ত করেছে। এতে এসব দেশের নাগরিকদের ইইউ দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হবে। পাশাপাশি এর মাধ্যমে ওই দেশগুলোতে আশ্রয়ে থাকা প্রবাসীদের ফেরানোর পথটিও সহজ হবে।

জাপান, দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের কারণে চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে জাপান ও দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস দেখা গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় জাপানের স্টিল রপ্তানি কমেছে ১৬ দশমিক ৬ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার রপ্তানি কমেছে ২৪ শতাংশ।

Advertisement

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, নির্দিষ্ট ভিসাধারীদের কার্যকলাপ সংক্রান্ত তথ্য না দিলে হার্ভার্ড বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাবে।

শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মালয়েশিয়া ও চীনের মধ্যে সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে ৩১টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গাজায় এক মাসে ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরও প্রায় পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমএসএম/জেআইএম