বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা সোবহান (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
Advertisement
শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের ছেলে মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর প্রক্টরিয়াল বডি আজমাইনের পরিবর্তে সোবহান নামে ওই যুবককে পরীক্ষা দিতে দেখে। পরে তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন জানান, ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের বদলে গাজীপুরের আব্দুস সোবহান নামের এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। তিনি কীভাবে প্রক্সি দিতে এসেছেন তা নিয়ে আমরা অনুসন্ধান করছি। অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিষয়টি স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা করবে।
Advertisement
ফারহান সাদিক সাজু/এমএন/এএসএম