রাজনীতি

ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন তারা।

Advertisement

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সমাবেশে উপস্থিত লোকজন।

আরও পড়ুন ‘খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না’  আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায়, আজ বুঝতে পারবেন  দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন: শফিকুল ইসলাম 

এর আগে আজ সকালে জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমরা সারাদেশের মানুষকে আহ্বান জানাই আপনার জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ সমাবেশ চলবে।

Advertisement

আরএএস/এসএনআর/জিকেএস