জাতীয়

মোহাম্মদপুরে বাবা-মায়ের ওপর অভিমানে কিশোরীর গলায় ফাঁস

মোহাম্মদপুরে বাবা-মায়ের ওপর অভিমানে কিশোরীর গলায় ফাঁস

রাজধানীর মোহাম্মদপুরে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লামিয়া আক্তার (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

Advertisement

লামিয়া মাদারীপুর জেলা কালকিনি থানার লক্ষ্মীপুর এলাকার লিটন হোসেনের মেয়ে। বর্তমানে মোহাম্মদপুর বটতলা হোসেন সাহেবের গলি নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর থানার বটতলা হোসেন সাহেবেরগলি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামিয়ার মামা মো. হানিফ জানান, বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থা লামিয়াকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম