রানবন্যার আইপিএলে সংগ্রহটাকে খুব ভালো বলা যাবে না। সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস থেমে গেলো ৫ উইকেটে ১৬২ রানেই। অর্থাৎ জিততে হলে মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে ১৬৩।
Advertisement
অথচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই তোলে ৪৬ রান। ট্রাভিস হেডের সঙ্গে ৪৫ বলে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন অভিষেক শর্মা। ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৪০ রান।
তিন নম্বরে নেমে ইশান কিশান আউট হন ৩ বলে ২ করেই। টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার মারকুটে এই ব্যাটার ২৯ বল খেলে করেন ২৮। ৮২ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। এরপরই রানের গতি কমে যায়।
জুটি গড়ার চেষ্টা করেন নিতিশ কুমার রেড্ডি আর হেনরিখ ক্লাসেন। কিন্তু সেই জুটিতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান উঠেনি। ৩৩ বলে আসে ৩১ রান। রেড্ডি ২১ বলে ১৯ করে সাজঘরের পথ ধরেন। ক্লাসেন তখন ২০ বলে ১৫ রানে।
Advertisement
সেট হয়ে অবশ্য হাত খোলেন ক্লাসেন। ২৮ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলে বুমরাহর বলে বোল্ড হন তিনি। ইনিংসের তখন আর ১১ বল বাকি।
শেষদিকে অনিকেত ভার্মা ৮ বলে ২ ছক্কায় ১৮ আর প্যাট কামিন্স ৪ বলে ১ ছক্কায় অপরাজিত ৮ রান করে দলকে ১৬২ রানে পৌঁছে দেন।
মুম্বাইয়ের উইল জ্যাকস ১৪ রানে শিকার করেন ২টি উইকেট।
এমএমআর
Advertisement