বিনোদন

আইসিইউ থেকে ছাড়া পেলেন পবনদীপ, আবারও অস্ত্রোপচারের প্রস্তুতি

আইসিইউ থেকে ছাড়া পেলেন পবনদীপ, আবারও অস্ত্রোপচারের প্রস্তুতি

ইন্ডিয়ান আইডল পবনদীপ আইসিইউ থেকে ছাড়া পেলেন। গত সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে গাড়ি দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

Advertisement

পবনদীপের শরীরে একাধিক হাড় ভেঙেছে বলে জানান চিকিৎসকেরা। এরই মধ্যে তার একটি অস্ত্রোপচার হয়েছে। গায়ককে রাখা হয়েছিল আইসিইউতে। আজ (৯ মে) আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ। তাকে আইসিইউ থেকে বের করে এনে ব্যক্তিগত কক্ষে রাখা হয়েছে। গায়কের পক্ষ থেকে সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, পবনের প্রথম অস্ত্রোপচার সফল। তার টানা ছয় ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে। এবার দ্বিতীয় অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

গায়ক পবনের পক্ষ থেকে অনুরাগীদেরও ধন্যবাদ জানানো হয়েছে। বিবৃতিতে সে কথা জানিয়ে বলা হয়েছে, ‘পবনের দুর্ঘটনার পর থেকে আপনারা সারাক্ষণ তাকে ঘিরে আছেন। প্রার্থনা জানাচ্ছেন প্রতি মুহূর্তে। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদেই পবন দ্রুত সুস্থ হয়ে উঠছে। আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ।’ এ তালিকায় রয়েছেন গায়কের বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলালও। তিনি ব্যস্ততার জন্য যেতে না পারলেও নিয়মিত খবর নিচ্ছেন। বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।

আইসিইউ ব্যক্তিগত কক্ষে আসার ফলে, শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নিতে তার কাছে যেতে পারছেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠজনেরা। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন পবন। একটানা চিকিৎসার পর কাছের মানুষদের দেখে ভালো লাগছে তারও।

Advertisement

আরও পড়ুন: ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার, কেমন আছেন ইন্ডিয়ান আইডল পবনদীপ দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী

দুর্ঘটনার পর শোনা গেছে, অহমদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি বিমান ধরতে যাচ্ছিলেন পবন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার কারণে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। চালকসহ দুজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা যায়।

এমএমএফ/এএসএম