রাজধানীর বাড্ডা এলাকায় সাংবাদিক রবিউল ইসলাম পলাশের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত এবং গ্রেফতার করতে পারেনি।
Advertisement
পুলিশের দাবি, এ ঘটনায় তদন্ত চলছে এবং চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম পলাশ জানান, রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হই। রাত ৮টার দিকে অফিস শেষ করে ৯টা ৪৫ মিনিটে বাসায় আসি। বাসার দরজার তালা খুলে দেখি রুমের ভেতরের সব জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। বাসা থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন, মাটির ব্যাংকভর্তি এক লাখ টাকা, একটি স্মার্টওয়াচ ও একটি হ্যান্ডি ক্যামেরা ও পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড), ইংরেজি জন্মসনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোর।
এ ঘটনায় পলাশ বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
তিনি বলেন, বাসার সিসি ক্যামেরা ছিল। কিন্তু ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। ১৩ এপ্রিল বাসায় চুরি হয়েছে, সেদিনের ফুটেজ নেই। কিন্তু ১৪ এপ্রিল থেকে ফুটেজ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তারা তদন্ত করছেন। কিন্তু এখন পর্যন্ত চোর শনাক্ত করা যায়নি।
রবিউল ইসলাম পলাশ বর্তমানে জাগো নিউজ টুয়েন্টি ফোর-এ সাংবাদিক হিসেবে কর্মরত।
টিটি/এএমএ/জেআইএম
Advertisement