বিনোদন

রোজা রাখা নিয়ে কটাক্ষের শিকার সোহা

রোজা রাখা নিয়ে কটাক্ষের শিকার সোহা

দীর্ঘ ১০ বছর সুখে শান্তিতে সংসার করছেন বলিউড তারকা সোহা আলি খান ও কুণাল খেমু। তারা কন্যা সন্তানেরও জনক-জননী। তবে একসময় এ সম্পর্ক তৈরি করতে অনেক লড়াই করতে হয়েছিল। ভিন্নধর্মে বিয়ের জন্য এখনো কটাক্ষ ধেয়ে আসে সোহা ও কুণালের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি দীপাবলি ও হোলি উদযাপনে কুণালের সঙ্গে যোগ দেন সোহা। এ ছবিও তিনি সোশ্যাল অনুরাগীদের সঙ্গে মিডিয়ায় ভাগ করে নেন। এসব ছবির জন্যই সোহাকে কটাক্ষের শিকার হতে হয়। মুসলিম হিসেবে তিনি কতটা ভালো এবং রমজানের সময় তিনি রোজা রাখেন কি না, এসব প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। তবে এই ধরনের মন্তব্য কোনো প্রভাব ফেলে না সোহার উপরে।

সোহা এ প্রসঙ্গে বলেন, ‘আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। আমার কিছু যায় আসে না। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। আমি কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন। তার কারণ আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মায়েরও হিন্দু পদবি। তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন।’

ধর্ম নিয়ে কটাক্ষের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘দীপাবলিতে আমি কিছু পোস্ট করলেই তারা প্রশ্ন করেন, ‘আপনি কেমন মুসলিম? রমজানে কয়টা রোজা রাখেন?’ তবে এসবে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি সবই খেয়াল করি।’

Advertisement

আরও পড়ুন সানির ‘জাট’ মুক্তির ১ সপ্তাহ, কেমন আয় করছে সিনেমাটি  শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার পরিবেশনের অভিযোগ 

সোহা আলি খান ২০০৯ সালে ‘ঢুন্ডতে রেহ যাওগে’ সিনেমায় অভিনয়ের কুণালের সঙ্গে প্রেম শুরু করেন। ২০১৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এমএমএফ/জিকেএস