বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে গণভোট কর্মসূচি শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
Advertisement
শুক্রবার (৯ মে) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদের সঞ্চালনায় গণভোটের উদ্বোধন করেন সংগঠনের বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায়।
আগামী ২০ মে পর্যন্ত শিক্ষার্থীদের ভোট সংগ্রহ করা হবে এবং ২১ মে ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেবেন।
বাকসু নির্বাচনের বিষয়ে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায় বলেন, ‘বহুদিন ধরেই শিক্ষার্থীরা বাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত দৃষ্টিভঙ্গি ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। এক্ষেত্রে সক্রিয় ছাত্র সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বাকসুর গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন এনে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।’
Advertisement
তিনি আরও বলেন, ‘বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এসব নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি, সমস্যা ও উন্নয়নমূলক পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে তুলে ধরতে পারবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষার্থী ও শিক্ষার স্বার্থ রক্ষায় দাবি উত্থাপন এবং অধিকার আদায়ের জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠিত হয়েছিল। কিন্তু গত ২৭ বছর ধরে এটি অচল অবস্থায় রয়েছে। দীর্ঘ এ সময়কালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বিরোধী ও শিক্ষা-বিরোধী অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি বাকসু নিয়মিত কার্যকর থাকতো তবে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকত এবং প্রশাসন একতরফা এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারত না।
আসিফ ইকবাল/আরএইচ/এএসএম
Advertisement