দেশজুড়ে

জামায়াতের প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলা, দুজন গুলিবিদ্ধসহ আহত ১২

জামায়াতের প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলা, দুজন গুলিবিদ্ধসহ আহত ১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের ডাকে প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলায় দুজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।জুমার নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এসময় ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশে উপস্থিত হয়ে গুলি ছোড়ে। গুলিতে আহত হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এসময় হামলায় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ ১০ জনেরও বেশি আহত হন।

এসময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ দলটির ৭-৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন।

Advertisement

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সমাবেত হলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতাসহ ১২ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রোগ্রাম করছিল। এসময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে সভায় অতর্কিত হামলা করে। এতে জামায়াতের কয়েকজন নেতাকে অবরুদ্ধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

Advertisement