বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে।
সব বন্দর-টার্মিনাল-শিপইয়ার্ডে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ভারতের
Advertisement
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে, জাতীয় সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে। এটিকে সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করা উচিত। এই নির্দেশনা কঠোরভাবে মানা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে ও এর লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় সরকার ও অসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।
ভারতের ৭৭ ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের
Advertisement
ভারতের মোট ৭৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। দাবি করা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়। তারপর আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে
ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ (এনএসসি) পর্যায়ে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। বৃহস্পতিবার (৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। তবে এই যোগাযোগের বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের, পাকিস্তানের অস্বীকার
ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারত-শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়।
চীনের যুদ্ধবিমান দিয়ে ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত
পাকিস্তান গত বুধবার চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে ভারতের দুইটি সামরিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জানাতে ভারতের বিমানবাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ
ভারতের চণ্ডীগড়ে সাইরেন বাজানো হয়েছে। কারণ এয়ারফোর্স স্টেশন থেকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চণ্ডীগড় প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে সবাইকে ঘরের ভেতরে ও বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পরে লাইন অব কন্ট্রোলেও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগে ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী।
গাজায় ইসরায়েলের অবিস্ফোরিত বোমা থেকেই অস্ত্র বানাচ্ছে হামাস
২০২৩ সালের ৭ অক্টোবরের আগেও অনিয়মিতভাবে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে, গাজায় হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা জমা হয়েছে। আর এসব অবিস্ফোরিত বোমা থেকেই অস্ত্র তৈরি করছে ফিলিস্তিরেন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনটাই দাবি করেছে ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক হারেৎজ। তাছাড়া ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোর দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে বহু অস্ত্রও হামাসের হাতে পৌঁছেছে বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে জানা গেছে।
এসএএইচ/এএসএম