নারী ও পুরুষের নামাজ আদায়ের ধরন পুরোপুরি এক নয়। কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। নামাজে তাকবিরে তাহরিমার জন্য হাত ওঠানো, হাত বাঁধা, রুকু, সেজদা, প্রথম ও শেষ বৈঠক ইত্যাদি আমলগুলো নারীরা পুরোপুরি পুরুষদের মতো করে আদায় করবেন না। নারীদের পর্দার গুরুত্বের দিকটি মাথায় রেখে এ সব আমলের ধরনে কিছুটা পার্থক্য করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাকবিরে তাহরিমা অর্থাৎ নামাজের শুরুর তাকবিরের সময় পুরুষরা কান বরাবর হাত ওঠালেও নারীরা হাত ওঠাবেন বুক বরাবর। ওয়ায়েল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) তাকে বলেছেন, যখন তুমি নামাজ পড়,তখন তোমার হাত কান বরাবর ওঠাও। আর নারীরা তাদের হাত বুক বরাবর ওঠাবে। (আল মু’জামুল কাবীর লিততাবরানী: ২৮)
Advertisement
রুকুতেও নারীরা পুরুষদের মত বেশি ঝুঁকবেন না। সামান্য পরিমাণ ঝুঁকবেন। যতটুকু ঝুঁকলে হাঁটু পর্যন্ত হাত পৌঁছে যায় ততটুকু ঝুঁকলেই হবে। সাহাবি সা’দ ইবনে আবি ওয়াক্কাসের (রা.) মেয়ে আয়েশা বিনতে সা’দ থেকে বর্ণিত, তিনি রুকুতে বেশি ঝুঁকতেন যা দৃষ্টিকটু। সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রা.) একদিন এভাবে বেশি ঝুঁকে রুকু করতে দেখে তাকে বলেন, তোমার জন্য দুই হাত হাঁটুতে রাখাই যথেষ্ট। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ২৫৯২)
নারীদের সিজদার করার পদ্ধতিও পুরুষদের মতো নয়। হাদিসে পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে সিজদায় রান পেট থেকে আলাদা রাখতে, বাহু পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে এবং হাত মাটিতে বিছিয়ে না রাখতে। কিন্তু নারীদের নির্দেশ দেওয়া হয়েছে, রান পেটের সাথে মিলিয়ে, নিতম্ব মাটির সাথে মিলিয়ে জড়োসড়ো হয়ে সিজদা করতে।
ইয়াজিদ ইবনে আবি হাবিব (রহ.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুজন নারীকে বলেছিলেন, যখন আপনারা সিজদা করবেন, আপনাদের শরীরের কিছু অংশ (মানে পেছনের অংশ) মাটির সাথে মিলিয়ে রাখবেন। নারী এই বিষয়ে পুরুষের মত নয়। (মারাসীলে আবু দাউদ: ৮৭)
Advertisement
আলি ইবনে আবি তালিবকে (রা.) নারীর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নারী যখন সিজদা করবে তখন যেন সে জড়সড় হয়ে সিজদা করে এবং তার দুই রান পেটের সাথে মিলিয়ে রাখে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৫০৭২)
নামাজে বসার সময় পুরুষরা বাম পা নিচে রেখে তার ওপর বসবেন, ডান পা দাঁড় করিয়ে রাখবেন। বিপরীতে নারীরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে সরাসরি মাটির ওপর বসবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, নারী যখন নামাজের মধ্যে বসবে তখন যেন ডান উরু অপর উরুর ওপরে রাখে। (আস সুনানুল কুবরা লিলবায়হাকী: ৩১৯৯)
হযরত আবু সাইদ খুদরি (রা.) বলেন, রাসুল (সা.) পুরুষদের নির্দেশ দিতেন তাশাহহুদের বৈঠকে ডান পা দাঁড় করিয়ে রেখে বাম পা বিছিয়ে তার ওপর বসতে। আর নারীদের নির্দেশ দিতেন, উভয় পা ডান দিক দিয়ে বের করে নিতম্বের ওপর বসতে। (আস সুনানুল কুবরা লিলবায়হাকী: ৩১৯৮)
ওএফএফ/এমএস
Advertisement