শিক্ষা

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।

Advertisement

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর তারা সচিবালয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিফাত হোসেন।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধিদল সভায় বসবে। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল

শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী জানান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বৈঠকে থাকবেন।

Advertisement

রেলপথ ব্লকেড কর্মসূচিসহ আন্দোলন চলবে কি না, এমন প্রশ্নের জবাবে রিফাত বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

এএএইচ/বিএ/এমএস