চীনে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মারা গেছেন গ্যাবন ও সাবেক এফসি সিনসিনাটির ফরোয়ার্ড অ্যারন বুপেন্দজা। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গ্যাবনের ফুটবল ফেডারেশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
Advertisement
এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত ফেডারেশনের বিবৃতিতে উল্লেখ করা হয়নি, ঘটনাটি কখন ঘটেছে। এমনকি বিস্তারিতভাবেও বিষয়টি জানানো হয়নি।
বুপেন্দজা এ বছর চীনের সুপার লিগের ক্লাব ঝেজিয়াং এফসির হয়ে খেলছিলেন। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, বুপেন্দজা নিজ বাসভবনে মারা গেছেন।
ঝেজিয়াং এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে বর্তমানে ক্লাব কর্তৃপক্ষ।’
Advertisement
২০২৩ সালের গ্রীষ্মে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এফসি সিনসিনাটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বুপেন্দজা। এই লিগেই ইন্টার মিয়ামির হয়ে খেলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। আনুমানিক ৭ মিলিয়ন ডলারের ট্রান্সফার ফি-তে যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছিলেন বুপেন্দজা।
ক্লাবে যোগ দিয়েই প্রভাব ফেলেন তিনি। মাত্র ১০ ম্যাচে ৫ গোল করে দলকে এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ে সহায়তা করেন, যা প্রতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে দেওয়া হয়। সিনসিনাটিতে ২০২৪ সালের আগস্টেই চুক্তি শেষ হয়ে যায় বুপেন্দজার।
এফসি সিনসিনাটি এক বিবৃতিতে জানায়, ‘আজ চীনে নিজ বাসায় সাবেক এফসি সিনসিনাটি ফরোয়ার্ড অ্যারন বুপেন্দজার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। তিনি আমাদের ক্লাবের একজন ভালোবাসার সদস্য ছিলেন। চির নিদ্রায় বিশ্রাম নাও, অ্যারন।’
এমএলএস এক বিবৃতিতে বলেছে, ‘সাবেক এফসি সিনসিনাটি ফরোয়ার্ড অ্যারন বুপেন্দজার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু এবং যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
Advertisement
গাবন ফুটবল ফেডারেশন বলেছে, ‘বুপেন্দজাকে একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে মনে রাখা হবে। যিনি ২০২২ সালের ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসে নিজের ছাপ রেখেছিলেন। পুরো গাবন ফুটবল পরিবার এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
ওই টুর্নামেন্টে বুপেন্দজা একটি গোল করেছিলেন, যা ছিল কোমোরোসের বিপক্ষে জয়সূচক গোল। দেশের হয়ে মোট ৮টি গোল করেন বুপেন্দজা।
গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস অলিগুই এনগেমা এক্সে লেখেন, ‘অ্যারন বুপেন্দজার মর্মান্তিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক প্রতিভাবান সেন্টার ফরোয়ার্ড, যিনি গাবনের ফুটবলকে গর্বিত করেছিলেন। আমি তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। স্রষ্টা তার আত্মাকে শান্তি দিন।’
এমএইচ/