আইন-আদালত

অনলাইন জুয়া রোধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন জুয়া রোধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) তানজিম রিয়াদ নামে রাজধানীর দনিয়া এলাকার এক ব্যক্তির পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় সেলিব্রেটিদের অনলাইনে জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধ এবং অনলাইনে বিজ্ঞাপন প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

Advertisement

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সংস্কৃতিবিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সাতজনকে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

এফএইচ/বিএ/এমএস

Advertisement