দেশজুড়ে

দলীয় নেতাদের ওপর হামলা, নোয়াখালীতে ছাত্রদল নেতা বহিষ্কার

দলীয় নেতাদের ওপর হামলা, নোয়াখালীতে ছাত্রদল নেতা বহিষ্কার

নোয়াখালীর বেগমগঞ্জে কলেজ ছাত্রদলের নতুন কমিটির নেতাদের ওপর হামলার ঘটনায় কেন্দ্র থেকে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. শাকের আহমেদ সবুজকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ফেসবুক পেজে দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এ-সংক্রান্ত বহিষ্কারাদেশের চিঠি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনকি শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. শাকের আহমেদ সবুজকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস চিঠির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, গত ৮ এপ্রিল চৌমুহনী সরকারি এসএ কলেজ ছাত্রদলের নতুন কমিটির নেতারা আনন্দ মিছিল বের করলে শাকের আহমেদ সবুজের নেতৃত্বে সশস্ত্র হামলা চালালো হয়। এসময় বেশ কয়েকজনকে মারাত্মক জখম করা হয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল তদন্ত করে প্রমাণ পেয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস