কুড়িগ্রামে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের প্রায় ৫০ নেতাকর্মী সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন।
Advertisement
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা জাপা ছাড়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
Advertisement
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলের সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেছে। ফলে কারও কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কিছু নেতা নিজ জ্ঞানে আগের সব পদ ও দল থেকে অব্যাহতি নিলাম।
এসময় বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বাবুল শেখ প্রমুখ।
এএইচ/জিকেএস
Advertisement