চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৩ শতাংশ।
Advertisement
গত দুদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায়। দিনদিন তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে শহরের রাস্তাঘাট দুপুরের পর থেকে প্রায় জনশূন্য হয়ে পড়ে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শ্রমজীবী মানুষজন কাজে বের হলেও গরমের তীব্রতায় দ্রুত ফিরে আসছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, ‘গত কয়েক দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন সেটি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আজকে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এটা।’
তাপপ্রবাহের কারণে অনেকেই জ্বালা-পোড়া, মাথা ঘোরা, দুর্বলতা ও পানিশূন্যতায় ভুগছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা।
Advertisement
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘গরমে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন এবং প্রচুর পানি পান করুন। হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে, তাই অসুস্থতা অনুভব করলে দ্রুত চিকিৎসা নিতে হবে।’
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম