গরমে পুড়ছে পাবনার ঈশ্বরদী। তপ্ত রোদে বাতাসে যেন আগুনের হলকা ছড়াচ্ছে। শহরের রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
Advertisement
সবশেষ শনিবার (১০ মে) ঈশ্বরদীতে তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।। যা এ বছরে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে শুক্রবার (৯ মে) ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ১০ মে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
Advertisement
শহরের স্টেশন রোডের যাত্রীর জন্য অপেক্ষারত অটোবাইক চালক আব্দুল লতিফ বলেন, গত চারদিন ধরে ঈশ্বরদীতে প্রচণ্ড গরম। সড়কে অটোবাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। পিচঢালা সড়কের উত্তাপে মুখ পুড়ে যাচ্ছে।
শহরের স্টেশন রোডের সবজি বিক্রেতা হামিদুর রহমান বলেন, প্রচণ্ড রোদ আর গরমের কারণে সড়কে চলাচল করা যাচ্ছে না। সবজি বেচাকেনাও কমে গেছে। খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, ঈশ্বরদীসহ পার্শ্ববর্তী এলাকায় তাপপ্রবাহ চলমান। আরও কয়েকদিন ৩৬-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করবে।
শেখ মহসীন/জেডএইচ/জেআইএম
Advertisement