আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর রয়টার্সের।
Advertisement
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২১ কিলোমিটার (৭৫ মাইল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির বাঘলান শহর থেকে ১৬৪ কিলোমিটার দূরে। বাঘলান শহরে প্রিায় ১ লাখ ৮ হাজার মানুষের বসবাস।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায় ভূমিকম্প একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়।
Advertisement
এদিকে বুধবার ফিলিপাইনেও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস আরও জানিয়েছে, মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল)।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন ট্রাম্পের শুল্কে ক্ষতিগ্রস্তদের কাছে টানতে পারে চীনফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
টিটিএন
Advertisement