কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং কানাডা সরকারের কর্মকর্তারা অংশ নেন।
Advertisement
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা সংগীতের সুরের মূর্ছনায় আগত অতিথিরা পান্তা ভাত, খিচুড়ি ও মুড়ি-মুড়কিসহ নানা ধরনের পিঠা ও বাঙালি খাবার উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে জামদানি শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা সামগ্রী নিয়ে একটি মনোজ্ঞ প্রদর্শনীরও আয়োজন করা হয়।
অতিথিরা মেহেদির নকশায় নিজেদের হাত রাঙিয়ে নেন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এই আয়োজন ছিল এক আত্মিক মিলনমেলা—যা মনে করিয়ে দেয়, সংস্কৃতি যখন ভাগাভাগি করা হয়, তখন তা হয়ে ওঠে সংযোগের অনন্য মাধ্যম।
স্বাগত বক্তব্যে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান বলেন, এই দিনটি কেবল উৎসবের নয়— এটি বাংলাদেশিদের আশাবাদ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।
Advertisement
এই মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কানাডাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যমূলক পহেলা বৈশাখের উৎসব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পিঠা ও পহেলা বৈশাখের সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন।
এমআরএম/এমএস