দেশজুড়ে

ফেসবুকে পোস্ট করে খোঁজ মিললো উধাও হওয়া বাসের

ফেসবুকে পোস্ট করে খোঁজ মিললো উধাও হওয়া বাসের

ফরিদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে চালকের সহযোগীসহ রাজমহল পরিবহন নামের একটি বাস উধাও হয়ে যাওয়ার পর ফেসবুকের কল্যাণে সেটির খোঁজ মিলেছে।

Advertisement

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে বাসের মালিক তার উধাও হওয়া বাসটি ফরিদপুরে নিয়ে আসেন। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ছনেরট্যাক গ্রামে বাসটি পাওয়া যায়।

ওই গ্রামের একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় বাসটি পড়ে ছিল। এলাকাবাসী বাসের মালিককে ফেসবুকে দেওয়া মোবাইল নম্বরে কল দিয়ে বাসটির খবর জানান। তবে নিখোঁজ হেলপার রাজুর সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় বাসটি পড়ে ছিল। দুপুরে ফেসবুকে পোস্ট দেখে গ্রামবাসী মালিককে ফোন দেন।

Advertisement

বাসটির মালিক ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুরের বাসিন্দা সাজেদুর রহমান জানান, তিন দিন আগে বাসটিতে রাজু নামে এক হেলপারকে নিয়োগ দেওয়া হয়। গত রোববার রাতে চালক ফরিদপুর পুরোনো বাসস্ট্যান্ডে হেলপার রাজুসহ বাসটি রেখে বাড়িতে চলে যান। রাজু একাই ছিলেন বাসটিতে। সোমবার সকালে এসে বাসটি আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রিও (জিডি) করা হয়। এছাড়া ফরিদপুর সেনাক্যাম্প ও র্যাবকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও ফেসবুকের বিভিন্ন পেজে বাসটি হারানো সংক্রান্ত খবরটি শেয়ার করা হয়। ফেসবুকের এই লেখাটি দেখে ছনেরট্যাক গ্রামের কয়েকজন মালিকের মোবাইল নম্বরে কল দিয়ে বাসের অবস্থান সম্পর্কে জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বাসস্ট্যান্ড থেকে বাস ও হেলপার নিখোঁজের ঘটনায় মালিক একটি সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন। পরে বাসটি পাওয়া গেছে বলে জেনেছি। নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

Advertisement