চট্টগ্রামে রিয়াজ উদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনের জুতার গোডাউনে লাগা আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে তামাকুমন্ডি লেনের রহমান ম্যানসন নামে চার তলা মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগে।
Advertisement
বেলাল উদ্দিন ও জসীম উদ্দিন নামে দুই ব্যবসায়ীর জুতার গোডাউন দুটি ক্ষতিগ্রস্ত হয়। রাত ১১টায় আগুন নির্বাপিত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, তামাকুমন্ডি লেনের রহমানস ম্যানসনের তিন তলার জুতার গোডাউনে আগুন লাগে রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহত হয়নি। আগুনে দুই মালিকের দুইটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। ২৫ লাখ টাকার মালামাল পুড়েছে। প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এমডিআইএইচ/এসএনআর/এমএস
Advertisement