যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরোনো একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে চলন্ত ট্রাকের ওপর। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় মূল সড়ক বন্ধ হয়ে যায়।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক ও একজন ভ্যানচালক আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছের একটি বড় ডাল চলন্ত ট্রাকের ওপর ভেঙে পড়ে। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। এ ঘটনায় একজন ভ্যানচালকও আহত হয়েছেন।
এদিকে ট্রাকের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুদিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছের ডাল ও ট্রাকটি অপসারণ করেন। এতে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
Advertisement
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ট্রাকের ওপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল ফায়ার সার্ভিসের সদস্যরা সরিয়ে ফেলেছেন। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জামাল হোসেন/এসআর/এমএস