দেশজুড়ে

পাবনায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পাবনায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

Advertisement

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রোববার (১১ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মোজাম বলেন, অষ্টমনিষা একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে এ ধরনের কার্যকলাপ মোটেও কাম্য নয়। দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাই।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, একদল দুর্বৃত্ত মধ্যরাতে এ কাণ্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/এমএস