রাজনীতি

কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নেবেন না: সরকারকে রিজভী

কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নেবেন না: সরকারকে রিজভী

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে বিপদ হতে পারে। কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নেবেন না। শিক্ষা, স্বাস্থ্যখাত ও ওয়েলফেয়ার খাতে উদ্যোগ নিন।

Advertisement

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন মহীয়সী ছিলেন। ধনী পরিবারের মেয়ে হয়েও তিনি সমাজ কল্যাণ কাজে নেমে আসেন। মানুষের সেবার জন্য নার্সিং পেশা চালু করেন। তিনি শত্রু-মিত্র সবার সেবা করেছেন।

তিনি বলেন, একজন নার্স মায়ের সেবা হিসেবেই দায়িত্ব পালন করেন। কিন্তু আমাদের দেশে নার্সকে সামাজিকভাবে হেয় করা হয়। তাদের প্রতি বৈষম্য দেখানো হয়। শুধু আমাদের দেশেই নয়, দক্ষিণ এশিয়াজুড়ে এ অবস্থা। এমনকি নার্সদের আবাসন সুবিধা নেই। আমাদের যেমন ভালো ডাক্তার দরকার, তেমনি নার্সদেরও যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটিও দিতে হবে।

Advertisement

রিজভী বলেন, উড়াল সেতু, মেগা প্রজেক্ট কি চিবিয়ে খাবো? যে দেশের হিউম্যান উন্নতি হয় না সে দেশ কখনো সামনে এগিয়ে যেতে পারে না। লুটপাট ও পাচার হওয়া টাকার অর্ধেক স্বাস্থ্যখাতে ব্যয় করলে দেশ উন্নতি লাভ করত।

বিএনপির এই মুখপাত্র বলেন, জানি না এবার বাজেটে স্বাস্থ্যখাত কীভাবে দেখবে, অথচ অত্যন্ত জরুরি। কেন আমি ডলার খরচ করে ভারতে যাবো? কেন তাদের টাকা দিয়ে আসবো? তারা আমাদের নিয়ে নেগেটিভ বয়ান তৈরি করে অপপ্রচার করছে। তাদের পেছনে যদি আমরা ডলার খরচ না করে এই টাকা যদি আমাদের নার্স-ডাক্তারদের পেছনে খরচ করি তাহলে ভারতে যাওয়ার কোনো কারণই থাকতে পারে না। ডাক্তারদের লজিস্টিক সাপোর্ট ঠিক করতে পারলেই কেউ আর ভারতের দিকে যেত না। সেই কাজগুলো সরকারকে করা দরকার ছিল।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নিয়েন না। শিক্ষা, স্বাস্থ্যখাত ও ওয়েলফেয়ার খাতে উদ্যোগ নিন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, কাদের গণি চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী, ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।

Advertisement

কেএইচ/এমআইএইচএস/জেআইএম