জাতীয়

অজ্ঞাত পরিচয় ৮ শহীদের লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান

অজ্ঞাত পরিচয় ৮ শহীদের লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান

আঞ্জুমান মফিদুল ইসলাম দাফনকৃত জুলাই বিপ্লবে শহীদ অজ্ঞাত পরিচয় আটটি লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Advertisement

সোমবার (১২ মে) সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর ৮১টি বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। এর মধ্যে আটটি লাশ জুলাই বিপ্লবের শহীদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত লাশগুলোর পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন।

লাশগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, লাশ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা পাওয়া যাবে তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায়।

১. আটটি লাশের মধ্যে একটি গত বছরের ১৯ জুলাই বিকেলে অজ্ঞাত স্থান থেকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অজ্ঞাত পরিচয় ওই পুরুষের আনুমানিক বয়স ৪০ বছর, ধর্ম: ইসলাম, উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি। তার চুলের রং কালো, লম্বা আনুমানিক ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। গায়ে একটি টিশার্ট ও পরনে ফুলপ্যান্ট। তার মাথায় শর্টগানের আঘাত লেগেছে। এ ঘটনায় ২২ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৩।

Advertisement

২. দ্বিতীয় লাশটি অজ্ঞাত পরিচয় পুরুষের। তার আনুমানিক বয়স ২৮ বছর। গত বছরের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত ১১টা ৪৪ মিনিটে মৃত ঘোষণা করা হয়।

শহীদ ব্যক্তির ধর্ম ইসলাম। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। চুলের রং কালো, লম্বা আনুমানিক ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। গায়ে নেভি ব্লু গেঞ্জি , পরনে কালোপ্যান্ট। বুকের বাঁ পাশে পিলেটের কালো দাগ ও শর্টগানের ইনজুরি।

এ ঘটনায় ২৩ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩৫৯।

৩. তৃতীয় লাশটি গত বছরের ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় যাত্রাবাড়ীর কাজলায় মহাসড়ক থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। পরে ২২ জুলাই তাকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

অজ্ঞাত পরিচয় ওই পুরুষের আনুমানিক বয়স ৩৫ বছর। তার ধর্ম ইসলাম। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মাথার চুল ২ ইঞ্চি লম্বা। গায়ের রং ফর্সা। পরনে সাদা পায়জামা। মাথায় গুলির আঘাত রয়েছে।

এ ঘটনায় ২২ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩১৯।

৪. গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলা থেকে অজ্ঞাত পরিচয় আরেক পুরুষকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। তার আনুমানিক বয়স ৩০ বছর। ধর্ম: ইসলাম, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুল কালো এবং ২ ইঞ্চি লম্বা। দাড়ি কালো এবং ২ ইঞ্চি লম্বা। পরনে কালো ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট। পেটে ও পায়ে গুলির জখম আছে।

এ ঘটনায় ২৩ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩৪৭।

৫. পঞ্চম লাশটি গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলা থেকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। অজ্ঞাত পরিচয় ওই পুরুষের আনুমানিক বয়স ২২ বছর। তার ধর্ম ইসলাম, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। মাথার চুল কালো, ২ ইঞ্চি লম্বা। গায়ের রং কালো। পরনে জিন্সের প্যান্ট। পেটে গুলির জখম রয়েছে।

এ ঘটনায় ২৩ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩৪৮।

৬. আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবককে ১৯ জুলাই বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। সেদিনই তার মৃত্যু হয়। তার ধর্ম ইসলাম, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। মাথার চুল কালো এবং দেড় ইঞ্চি লম্বা। গায়ের রং ফর্সা। পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা। মাথায় আঘাত পেয়েছেন এবং পা ভাঙা।

এ ঘটনায় ২৩ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩৪৯।

৭. অজ্ঞাত পরিচয় আরেক পুরুষকে গত বছরের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। সেদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

তার আনুমানিক বয়স ৫০ বছর। ধর্ম ইসলাম, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মাথার চুল কাঁচা পাকা ও হাফ ইঞ্চি লম্বা। গায়ের রং শ্যামলা। পরনে সরকারি চাদর দ্বারা ঢাকা। মাথায় ব্যান্ডেজ করা আঘাতপ্রাপ্ত।

এ ঘটনায় ২২ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৪।

৮. গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলা থেকে আহত অবস্থায় আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে বিকেল ৪টায় তার মৃত ঘোষণা করা হয়।

অজ্ঞাত পরিচয় ওই তরুণের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। মাথার চুল ৩ ইঞ্চি। কালো দাড়ি ২ ইঞ্চি লম্বা। গায়ের রং শ্যামলা। পরনে চেক লুঙ্গি, গায়ে হলুদ রংয়ের গেঞ্জি। বুকে গুলির আঘাত রয়েছে।

এ ঘটনায় ২৩ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩৫৮।

এমএমএআর/এমএস