প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
রোববার (১৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে ওই চার্জশিট অনুমোদন দিয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলা দুটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় সাবেক এমপি আউয়াল দম্পতির ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলার চার্জশিটে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় চার্জশিটে তার স্ত্রী পারভীনকে আসামি করা হয়েছে। তদন্তে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
Advertisement
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
এসএম/এমএএইচ/জেআইএম