রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
Advertisement
রোববার (১৩ এপ্রিল) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন, শনিবার (১২ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- আমিরুল ইসলাম (২৮), সেলিম (৩০), নাছির (১৯), শহিদুল ইসলাম (৩৫), মজিবুর রহমান (৫৫), জুয়েল (৪৩), জাকির হোসেন সুমন (৩৫), রাজা (৩৮), কামাল(৩২), মিম (২০), সুমন (২৪) ও তানজিম (২৩)।
Advertisement
এদের মধ্যে দ্রুত বিচার আইনে পাঁচজন, মাদক মামলায় একজন, চুরির মামলায় একজন, দস্যুতার মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন এবং ডিএমপির অন্যান্য মামলায় দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/জেআইএম
Advertisement