সাইমা বিভা
Advertisement
মিষ্টিপ্রেমীদের জন্য ক্রিমি, নরম আর স্বাদে ভরপুর ফ্রুট কাস্টার্ড হলো একটি আদর্শ ডেজার্ট। এই সহজ রেসিপিটি যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন। সারাদিনের প্রচণ্ড গরমের পর আপনার বিকেলকে এই কাস্টার্ড দেবে এক ভিন্ন মাত্রা।
চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মাত্র কয়েকটি সাধারণ উপাদান দিয়ে বানাবেন রেশমি টেক্সচারের এই ফ্রুট কাস্টার্ড।
উপকরণদুধ: ১ কেজিগুঁড়া দুধ: ১ কাপচিনি: আধা কাপ ছোট এলাচ: ৩টিদারুচিনি: ছোট একটিচেজপাতা: ১টিকাস্টার্ড পাউডার: ৪ চামচফল পছন্দমতো (আপেল, আঙ্গুর, কলা, ডালিম ইত্যাদি)আইসক্রিম: পছন্দমতো ফ্লেভার
Advertisement
পদ্ধতিপ্রথমে আধা কাপ ঠান্ডা দুধ আলাদা করে রাখুন। বাকি দুধ জ্বাল দিয়ে হাফ কেজির একটু বেশি করে নিতে হবে। জ্বাল দেওয়া দুধে গুঁড়া দুধ, স্বাদমতো চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এরপর দুধ কিছুটা ঘন হয়ে এলে এলাচ, দারুচিনি ও তেজপাতা তুলে ফেলুন।
যেহেতু কাস্টার্ড পরে আইসক্রিম দিয়ে পরিবেশন করবেন সেক্ষেত্রে চিনি কিছুটা কমিয়ে দিতে পারেন এতে স্বাদে ভাবসাম্য থাকবে। এবার আলাদা করে রাখা ঠান্ডা দুধে ৪ চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে চুলায় থাকা গরম দুধে ঢেলে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না। দুধে ঘনত্ব কিছুটা আঠালো পায়েসের মতো হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। ৩০ মিনিট ফ্রিজে রাখলেই কাস্টার্ড সেট হয়ে যাবে।
এবার পছন্দমতো ফল কিউব সাইজ করে একই আকারে কেটে কাস্টার্ডে দিন, সঙ্গে আইসক্রিম দিতে ভুলবেন না কিন্তু। যে কোনো একটি ফল দিয়েও করতে পারেন এই ডেজার্ট। এবার ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন ফ্রুটস কাস্টার্ড ।
যদি আগেই ফল কেটে রাখতে চান সেক্ষেত্রে ফলের রং যেন কালো না হয়ে যায়, সেজন্য ফ্রিজের ঠান্ডা পানিতে কিছুটা লবণ দিয়ে তাতে কাটা ফল ভিজিয়ে রাখুন।
Advertisement
এএমপি/এমএস