মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ধরা পড়েছে সোনালি রঙের একটি কৈ মাছ।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে কালীপ্রসাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে পাওয়া যায় মাছটি।
জানা যায়, বৃষ্টির সময় বিরল সোনালি মাছটি পুকুর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে মাছটিকে ধরে আনেন। এ খবর ছড়িয়ে পড়লে মাছ দেখতে উৎসুক লোকজন ও আত্মীয়স্বজনরা তাদের বাড়িতে আসেন। ইমন তরফদার মাছটিকে একটি অ্যাকুরিয়ামে রেখেছেন।
তিনি জানান, দুই দিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পাড়ে ওঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে আনি। বর্তমানে একটা অ্যাকুরিয়ামে খাবার দিয়ে রেখেছি। মাছটির পেটে ডিম রয়েছে। যদি মৎস্য অফিস মাছটি নিয়ে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতো তাহলে হয়ত সোনালি রঙের নান্দনিক এই কৈ মাছের জাত বৃদ্ধি পেতো।
Advertisement
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন, অনেকগুলো মাছের মধ্যে দু-একটি এরকম হতে পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন, এটি আমাদের দেশিও কৈ মাছ। জেনেটিক কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু-একটি এমন হয়ে যায়। তবে এটি নতুন কোনো জাত নয়। এটার প্রজনন নিয়ে আমাদের এরকম কোনো ব্যবস্থা নেই।
ওমর ফারুক নাঈম/এমএন/এমএস
Advertisement