খেলাধুলা

ধোনিতেও হলো না ভাগ্যবদল, রেকর্ড ব্যবধানে হার চেন্নাইয়ের

ধোনিতেও হলো না ভাগ্যবদল, রেকর্ড ব্যবধানে হার চেন্নাইয়ের

রুতুরাজ গায়কোয়াড়ের চোটে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির কাঁধে নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তালো। কিন্তু অধিনায়কত্ব ফিরে পাওয়ার দিনে লজ্জার সাক্ষী হলেন ধোনি। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো অধিনায়ক এবার দলের সবচেয়ে বড় হারে নেতৃত্ব দিলেন।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের কাছে ঘরের মাঠে চেন্নাই হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ১০.১ ওভারেই (৫৯ বল হাতে রেখে) জিতেছে আজিঙ্কা রাহানের দল। এটি বলের হিসেবে চেন্নাইয়ের সবচেয়ে বড় ব্যবধানে হার।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে হারলো চেন্নাই। আইপিএলে এই দলের এমন নজির এবারই প্রথম। ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের রেকর্ডও এবারই গড়েছে চেন্নাই। অন্যদিকে কলকাতা ছয় ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে।

লক্ষ্য ছিল মাত্র ১০৪ রানের। কুইন্টন ডি কক ১৬ বলে ২৩ আর সুনিল নারিন ১৮ বলে ২ চার আর ৫ ছক্কায় ৪৪ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করেন। বাকি কাজটুকু সারেন আজিঙ্কা রাহানে আর রিঙ্কু সিং। রাহানে ১৭ বলে ২০ আর রিঙ্কু ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

Advertisement

এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস আটকে যায় ৯ উইকেটে ১০৩ রানেই।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে চেন্নাই। মাঝে রাহুল ত্রিপাথি আর বিজয় শঙ্কর কিছুটা আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু বিজয় ২১ বলে ২৯ আর ত্রিপাথি ২২ বল খেলে ১৬ রান করে আউট হয়ে যান।

২ উইকেটে ৫৯ রানে থাকা চেন্নাই থেমেছে ৯ উইকেটে ১০৩ রানে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন (১), রবীন্দ্র জাদেজা (০), এমনকি মহেন্দ্র সিং ধোনিও (১) দাঁড়াতে পারেননি। নেতৃত্ব ফিরে পাওয়া ধোনি নয় নম্বরে ব্যাটিংয়ে নামেন। কিন্তু কাজের কাজ হয়নি।

পাঁচ নম্বর ব্যাটার শিভাম দুবেই শেষ পর্যন্ত অলআউট হওয়ার হাত থেকে বাঁচান চেন্নাইকে। ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।

Advertisement

কলকাতার সুনিল নারিন ৩টি, বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা নেন দুটি করে উইকেট।

এমএমআর/ইএ