পৃথিবীর সব মানুষের কাছেই মা হচ্ছেন সেরা মানুষ। মাকে ভালোবাসেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই মা দিবস এলে মাকে নিয়ে যেন সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের ভাষার অন্ত নেই।
Advertisement
মাকে নিয়ে শুধু বিশ্বসাহিত্য বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাসই লেখা হয়নি, সিনেমাও নির্মাণ করা হয়েছে। যা তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছে। ঢাকাই চলচ্চিত্রেও বেশ কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে। আজকের মা দিবসে সেসব সিনেমার কয়েকটি দেখতে পারেন-
আম্মাজান: ঢাকাই চলচ্চিত্রে এটি একটি সিনেমা ভীষণ জনপ্রিয় উল্লেখযোগ্য সিনেমা। সিনেমাটি কাজী হায়াৎ নির্মাণ করেছেন। এটি প্রযোজনা করেছেন ও কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম। এবং তার পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ প্রমুখ। আম্মাজান ১৯৯৯ সালের ২৫ জুন বাংলাদেশে মুক্তি পায়। এটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন।
কাজী হায়াৎ আম্মাজানের চরিত্রে অভিনয়ের জন্য শাবানাকে অনুরোধ করেছিলেন, শাবানা প্রথমে সম্মতি দিলেও পরে অভিনয় করেননি। তার বদলে শবনম আম্মাজানের চরিত্রে অভিনয় করেন। এই সিমনেমার প্রযোজক ডিপজল প্রাথমিকভাবে মান্নাকে নিতে চাননি। কাজী হায়াতের অনুরোধে মান্নাকে এই চলচ্চিত্রে নেয়া হয়।
Advertisement
আম্মাজান চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এবং গীত লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেমাটি পাঁচটি গান রয়েছে। ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘আম্মাজান’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।
মায়ের জন্য পাগল: বিগ বাজেটের তারকাবহুল সিনেমা ‘মায়ের জন্য পাগল’। মাসুদ পারভেজ প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন কাজী মারুফ, পূর্ণিমা, ইমন, নদী, সোহেল রানা, ববিতা, শর্মিলী আহমেদ ও অনেকে।
‘মায়ের জন্য পাগল’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে বাবা-মায়ের মান-অভিমান ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। মাশরুর পারভেজ জীবরান ও ডা. জিনাত পারভেজ নিবেদিত ‘মায়ের জন্য পাগল’সিনেমায় দেখা যাবে দুই প্রজন্মের দুই সফল জুটি সোহেল রানা-ববিতা এবং কাজী মারুফ-পূর্ণিমাকে। আরও আছে নতুন জুটি ইমন-নদী।
মায়ের অধিকার: এ সিনেমাটি নির্মাণ করেছেন শিবলি সাদিক। ১৯৯৬ সালে সিনেমাটি মুক্তি পায়। জামান আখতারের কাহিনি ও সংলাপে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শিবলি সাদিক। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, আলমগীর, ববিতা, ফেরদৌসী মজুমদার, ও হুমায়ুন ফরীদি।
Advertisement
‘মায়ের অধিকার’ সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন বুলবুল ও মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, আগুন ও কনক চাঁপা। সব গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
‘তুই ছাড়া কে আছে আমার’, ‘পিঁপড়া খাবে বড়লোকের ধন’, ‘তুমি একটা চোর আমি একটা চোর’সহ বেশ কয়েকটি শ্রুতি মধুর গান রয়েছে।
মায়ের দাবি: আওকাত হোসেন পরিচালিত এ সিনেমাটি ১৯৮৬ সালে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, সেলিনা, রোজী আফসারী, প্রবীর মিত্র, ব্ল্যাক আনোয়ার প্রমুখ। চলচ্চিত্রটি ১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে একটি পুরস্কার অর্জন করে।
সিনেমাটিতে আরও অভিনয় করেন রোজী আফসারী, প্রবীর মিত্র, সাইফুদ্দিন, মায়া হাজারিকা প্রমুখ। ‘মায়ের দাবী’ সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন এম এ খালেক। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, রথীন্দ্রনাথ রায়, প্রণব কুমার ও নাসরীন রেজা।
মায়ের চোখ: সিনেমাটি অ্যাকশন ও পারিবারিক গল্পভিত্তিক। এটির গল্প লিখছেন যোশেফ শতাব্দী। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। অমিবনি কথাচিত্র থেকে সিনেমাটি প্রযোজনা এবং অভিনয় করেছেন ডিপজল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা। অন্যান্য শিল্পীরা হলেন আমিন খান, পূর্ণিমা, কাজী হায়াৎ, জিল্লুর রহমান, সাদেক বাচ্চু, শিবা সানু, মিজু আহমেদ।
আরও পড়ুন: কোরবানি ঈদে শাকিব-শুভসহ আসবে যাদের সিনেমা কবরে লেখা ‘কি ও বন্ধু কাজল ভ্রমরা রে’, চিরনিদ্রায় আব্বাসী‘মায়ের চোখ’ সিনেমাটির গল্পে দেখা যাবে- ডা. আকাশের কাছে মায়ের চিকিৎসার জন্য জীবন তার মাকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছে। কিন্তু মিথ্যা খুনের মামলায় পলাতক এ ডাক্তার নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনভাবেই তার মায়ের চিকিৎসা করতে পারবে না। তাই মায়ের চোখের চিকিৎসার জন্য ডা. আকাশের শত্রুদের শায়েস্তা করে তাকে নির্দোষ প্রমাণিত করার উদ্যোগ নেয় জীবন।
এমএমএফ/এএসএম