শিক্ষা

শেষ হলো এসএসসির প্রথমদিনের পরীক্ষা, প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা

শেষ হলো এসএসসির প্রথমদিনের পরীক্ষা, প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement

এদিকে, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ‘হাসিমুখে’ রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে দেখা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। তারা তিন ঘণ্টা সময় পেলেও তার আগেই লেখা শেষ করেছেন অনেকে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেছে।

রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। এ কেন্দ্র থেকে বের হওয়া তাসনিম জামান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি বেশ ভালো ছিল। বাংলা প্রথমপত্র পরীক্ষা ভালো হবে, এটার আশা ছিল। যেমন প্রত্যাশা ছিল, তেমনটা লিখতে পেরেছি। বাকিটা ফল প্রকাশের পর দেখা যাবে।

Advertisement

আরও পড়ুন প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা ভিন্ন পরিবেশে শুরু এসএসসি পরীক্ষা, আশাবাদী অভিভাবকরা এসএসসির কেন্দ্র পরিদর্শনে হঠাৎ মতিঝিল বয়েজ স্কুলে শিক্ষা উপদেষ্টা

এর আগে সকাল ১০টায় সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী—প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। তবে প্রথমদিনে সারাদেশে কত পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং কতজন অনুপস্থিত তা এখনো জানায়নি বোর্ডগুলো। বিকেলে অনুপস্থিতির তথ্য জানানো হবে।

দ্বিতীয়দিনের পরীক্ষা ১৫ এপ্রিল

আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ প্রকাশিত সময়সূচি অনুযায়ী-মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা গ্রহণ করা হবে। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) দ্বিতীয়দিনে গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এএএইচ/বিএ/জিকেএস