জাতীয়

চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বোয়ালখালী ও পটিয়া থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

ছাত্রলীগের এই নেতা পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিনটি লেডবল গুলি, চারটি পিস্তলের গুলি, একটি লোহার পাত, একটি চাকু, একটি স্টেইনলেস স্টিল ননচাকু উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বোয়ালখালী থানার শাকপুরা মিলিটারিপুল এলাকায় চেকপোস্টে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করছিল। এ সময় গাড়িতে বসা সাব্বির উত্তেজিত কথাবার্তা বলছিলো। ওকে সন্দেহজনক মনে হওয়ায় তার মুঠোফোনে ধারণকৃত একটি একনলা বন্দুকের ছবি দেখতে পান পাশের যাত্রী। এ বিষয়ে অপর যাত্রী শাহিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বন্দুকটি বিক্রির জন্য আলামত হিসেবে ছবি ধারণ করেছে। এ সময় পুলিশ তাকে আটক করে। এরপর তাকে নিয়ে পটিয়া থানা পুলিশসহ যৌথভাবে রাত ৩টার দিকে পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোছায়া আবাসিক এলাকার একটি ভবনে তল্লাশি চালিয়ে শাহিনকে আটক করা হয়। এ সময় শাহিনের দেখানো মতো ওই ফ্ল্যাটের ড্রয়িং রুমের খাটের নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বোয়ালখালী ওসি গোলাম সরোয়ার বলেন, শনিবার দিবাগত রাতে অস্ত্রসহ জব্দকৃত সরঞ্জাম ও দুই আসামিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বোয়ালখালী থানা পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

Advertisement

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বোয়ালখালী ও পটিয়া থানার যৌথ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পটিয়া কলেজ সভাপতি সাব্বির এবং ছাত্রলীগের আরেক সদস্য শাহিনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের রোববার বিকেলে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম