জাতীয়

শাহ আমানতে ৩০ হাজার দিরহামসহ আটক ১

শাহ আমানতে ৩০ হাজার দিরহামসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মো. সাঈম নওয়াজ (২৫) নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কাস্টমস। রোববার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়।

Advertisement

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল ভবনের বহির্গমন সাত নম্বর গেটে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের ১০টি দামি মোবাইল সেট, আরব আমিরাতের ৩০ হাজার ২৫ দিরহাম এবং ৪৬ কেজি সুতা জব্দ করা হয়। আটক সাঈম নওয়াজ সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৬১৬’ ফ্লাইটের যাত্রী ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যে নিয়মিত আসা-যাওয়া করতেন বলে জানিয়েছে কাস্টমস।

এ ব্যাপারে শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আবু নওয়াজ সরকার বাদী হয়ে মুদ্রা পাচার ও চোরাচালানের অভিযোগে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। সাঈম নওয়াজ চট্টগ্রামের সাতকানিয়া থানার ছমদর পাড়া গ্রামের সরোয়ার কামালের ছেলে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ মালামালের মূল্য ২৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানান তিনি।

কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাইগামী যাত্রী সাঈম নওয়াজ বাংলাদেশ বিমানের ‘বিজি ৬১৬’ ফ্লাইটে সন্ধ্যায় সাড়ে ৭টায় দুবাইয়ে যাওয়ার জন্য দুপুর ২টা ৫০ মিনিটে বহির্গমন ৭নং গেট দিয়ে প্রবেশের সময় স্ক্যানিংয়ে সন্দেহজনক হওয়ায় তার কাছে এন্ডোর্সবিহীন মুদ্রা আছে কি না জানতে চান কাস্টমস ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। এ সময় তিনি অস্বীকার করলে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০টি দামি মোবাইল সেট, ৩০ হাজার ২৫ দিরহাম এবং কার্টনভর্তি ৪৬ কেজি সুতা উদ্ধার করে। তিনি সুতার কার্টনের মধ্যে বৈদেশিক মুদ্রা ও মোবাইল সেটগুলো লুকিয়ে বহন করছিলেন।

Advertisement

এমডিআইএইচ/এমআরএম/এএসএম