হে বৈশাখ
Advertisement
হে বৈশাখ তুমিঅনন্ত প্রকৃতির অবিশ্রান্ত প্রকাশ।হে বৈশাখ তোমার অভিষেকেতৃষ্ণাকাতর হাজার বুক;মেটাও তৃষ্ণা লাগুক পানির সুখ।উঠুক ঝড় বুকের মধ্যেঝরুক কালবৈশাখী ঝড়।
হে মহাকাল!কাল বৈশাখের তাণ্ডবে কাঁপেঅত্যাচারীর দল।আমি সেই বৈশাখনবরূপে নতুন সাজে বৈশাখ।
****
Advertisement
নব দীপ্ত সন
যতই আসুক নব দীপ্ত সন,পুরোনোকে বিদায় দিতে চায় না মন।পুরোনা বছর সব স্মৃতি আজহৃদয় ফ্রেমে তুলে রাখা ছবি।নতুন ভোরে নতুন আলোয়,নতুন রবির আবির্ভাব তিথি।নতুন আলোয় আলোকিত,জীবনের নব অধ্যায় আজি।
এসইউ/জিকেএস
Advertisement