সাহিত্য

এই বসন্তে হৃদয়ে ক্ষত এবং বসন্তের দূত

এই বসন্তে হৃদয়ে ক্ষত

ফাগুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে ওঠে প্রকৃতি,বসন্তের আগমন ধ্বনি গাছে গাছে নতুন কুঁড়ি।অথচ এই বসন্তে হারিয়ে ফেলেছি প্রেমিকাকে—প্রেম বিচ্ছেদে হৃদয়ে ক্ষতগুটিবসন্ত ছেয়েছে আমাকে;যেন মৃত্যুকে করেছি আলিঙ্গন।আজ এই বসন্তের রাতে, আমি স্তব্ধ—বসন্ত যেন হারানোর এক হাওয়া বইয়ে দেওয়া সময়।

Advertisement

****

বসন্তের দূত

হলুদ শাড়ি পরা তুমি সেই নারীকপালে লাল টিপচুলে খোঁপা বেঁধে ফুল জড়িয়েরং ছড়াও প্রতিটি প্রাণে,বিপুল ঐশ্বর্যের অধিকারী তুমি বাসন্তী।গাছে পাতার আড়ালে লুকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকাতুমি সে বসন্তের দূত কোকিল।

এসইউ/জেআইএম

Advertisement