অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৪৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় ভোগাই নদীতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
এ ছাড়াও অভিযানে একটি ট্রাক, একটি ভেকু জব্দ করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনের ১১টি বাঁশের মাচা, অসংখ্য পাইপ ও অবৈধ সরঞ্জাম রাখার ২টি অস্থায়ী ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
এমএন/এমএস