দেশজুড়ে

বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতারা হলেন- কালুশাহ সড়কের মাহবুব হোসেন (৫০) ও সাকুলার রোড এলাকার ইমরান হোসেন (৪০)।

Advertisement

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সিঅ্যান্ডবি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহবুব হোসেন ও ইমরান হোসেন মোটরসাইকেলে শাখা সড়ক আব্দুর রহিম রোড থেকে বেরিয়ে সিঅ্যান্ডবি সড়ক হয়ে অপর প্রান্তের শাখা সড়কে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে দুইজন সড়কে ছিটকে পড়েন।

আরও পড়ুনশাহবাগে জাতীয় সংগীত গাওয়াতে বাধা মনে দাগ কাটে: এ্যানি উপাচার্যের অপসারণ দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 

স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে মারা যান ইমরান।

Advertisement

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাওন খান/কেএসআর