জাতীয়

ঢাকায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরে এক বাসা থেকে মো. আরাফাত রহমান (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আরাফাত রাজধানীর নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

সোমবার (১২ মে) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই নাজমুল ও আত্মীয় মারুফা বেগম বলেন, আরাফাত নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ থেকে বাসায় ফিরে কিছুক্ষণ পর তার রুমে চলে যান। বেশ কিছু সময় পার হওয়ার পর তার রুমে দরজায় নক করার পর দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। এসময় সিলিং ফ্যানে সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

আরও পড়ুনকলেজ ভবন থেকে পড়ে নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার 

আরাফাতের বাবা চট্টগ্রামে চাকরি করেন। এক ভাই এবং মায়ের সঙ্গে কমলাপুরের বসবাস করতেন। কী কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন- এ বিষয়ে কিছু জানাতে পারেননি তার পরিবারের লোকজন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর