রাজনীতি

কার্টার সেন্টারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

কার্টার সেন্টারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কার্যক্রম এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টারের এক প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

Advertisement

সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনসিপি। এর আগে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিটের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও জাভেদ রাসিন অংশ নেন।

এক ঘণ্টার ওই বৈঠকে এনসিপি নেতারা দলটির গঠনের পটভূমি তুলে ধরেন। তারা জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর নানান মতাদর্শ ও আন্দোলন থেকে উঠে আসা নাগরিকদের ঐক্যবদ্ধ করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজন থেকেই এনসিপির আত্মপ্রকাশ ঘটে।

Advertisement

আরও পড়ুনআ’লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না আ’লীগের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে 

দলটির শীর্ষ নেতারা বলেন, আমাদের অগ্রাধিকার হলো শাসন ও প্রতিষ্ঠানগত কাঠামোয় মৌলিক সংস্কার আনা। বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা।

তারা আরও জানান, পূর্ববর্তী শাসনামলে যারা নিহত, আহত বা গুম হয়েছেন, তাদের জন্য জবাবদিহি নিশ্চিত করা ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়।

বৈঠকে দেশের চলমান নির্বাচনী পরিবেশ নিয়েও আলোচনা হয়। নেতারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন।

১৯৮২ সালে কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। সংস্থাটি বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।

Advertisement

এনএস/কেএসআর