রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এক ভবনের ছাদবাগানে পানি দিতে গিয়ে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাড়ির কেয়ারটেকার আহত হয়েছেন।
Advertisement
সোমবার (১২ মে) সন্ধ্যা ছয়টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনগুম কমিশনে জমা পড়েছে ১৮০০’র বেশি অভিযোগ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতারওই ভবনের মালিকের ছেলে রূপক বলেন, আমাদের বাসার ছাদবাগানে পানি দিচ্ছিলেন ফেরদৌস। এ সময় বোমাসদৃশ বস্তু দেখতে পান। হঠাৎ সেটির বিস্ফোরণ হয়। এতে তিনি আহত হন। এরপর আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে আহত ব্যক্তির চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাত ও পেট দগ্ধ হয়েছে।
Advertisement
কাজী আল-আমিন/কেএসআর